আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ইস্তফা দেওয়ার পর জনসমক্ষে দেখা যায়নি প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে ll AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি,

    ইস্তফা দেওয়ার পর কার্যত নিখোঁজ হয়ে গেলেন প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। ইস্তফার পর জনসমক্ষে দেখা যায়নি তাঁকে। এব্যাপারে আইনজীবী কপিল সিব্বল দাবি করেন, ধনকড় নাকি ‘নিখোঁজ’। তাৎপর্যপূর্ণভাবে এখনও পর্যন্ত কোন অবসরকালীন সুবিধার জন্যও আবেদন করেননি তিনি। যার ফলে খানিকটা সংশয়ে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক। নিয়ম অনুযায়ী, দু’বছরের বেশি সময় দায়িত্ব সামলানোর পর যদি উপরাষ্ট্রপতি ইস্তফা দেন তাহলে তাঁকে অবসরপ্রাপ্ত উপরাষ্ট্রপতিদের মতোই সুযোগ সুবিধা দেওয়া হয়। মাসিক ২ লক্ষ টাকার বেশি পেনশন পাবেন ধনকড়। কেবল পেনশন নয়, আরও একগুচ্ছ সুযোগসুবিধা পাবেন সদ্য ইস্তফা দেওয়া ধনকড়। টাইপ এইট বাংলো, বিনামূল্যে আকাশপথে এবং রেলপথে যাতায়াতের ব্যবস্থা, নিখরচায় চিকিৎসা, ব্যক্তিগত চিকিৎসকও পাবেন। এছাড়াও দু’জন ব্যক্তিগত সচিব থাকবেন প্রাক্তন উপরাষ্ট্রপতির জন্য। তাঁর স্ত্রীর জন্যও থাকবে একজন ব্যক্তিগত সচিব।




    Akb tv news 

    21.08.2025

    3/related/default